করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অমান্য করে খোলা রাখায় হাটহাজারীতে একটি হোটেল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পৌরসভার দরবার হোটেল ও শাহজাহান হোটেল নামে আরো দুটি হোটেলের মালিককে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ইউএনওকে সহায়তা করেন।
ইউএনও রুহুল আমিন জয়নিউজকে বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে মুদি দোকান, ওষুধের দোকান ছাড়া সবদোকান এবং পণ্যবাহী বাহন ব্যতীত সবধরনের যানবাহন বন্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সরকারের এ নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রাখার অপরাধে দরবার হোটেলকে ৫ হাজার, শাহজাহান হোটেলকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা ও হাটহাজারী বড় মাদরাসার সামনে একটি খাবার দোকানকে সিলগালা করে দেওয়া হয়েছে।