করোনার সংক্রমণ এড়াতে নগরজুড়ে ঘরবন্দি সব শ্রেণি পেশার মানুষ। এতে বিপাকে পড়েছে অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া মানুষ। কারণ তাদের দিনের আয়ে দিন চলে। তাই এসব মানুষের জন্য সরকারে পক্ষ থেকে নেওয়া হয়েছে কর্মসূচি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ নিম্নআয়ের মানুষের পাশে থাকতে। সেই নির্দেশ পালন করতে ব্যক্তিগত তহবিল থেকে নিম্নজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ নাছির উদ্দীন।
চীনে উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তিনদিন পর থেকে মেয়র নগরের ৪১ ওয়ার্ডে সচেতনাতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করেছেন।
এছাড়াও (২৬ মার্চ) থেকে ধারাবাহিকভাবে নগরের প্রধান সড়ক থেকে অলিতেগলিতে নিজে জীবাণুনাশক পানি ছিটিয়ে যাচ্ছেন। আবার কখনো নিম্নজীবী মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।
তারই ধারাবাহিকতাই কাল রোববার (২৯ মার্চ) মেয়র নাছির ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার নিম্নজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।