বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৩০ হাজার ৪২৮ জন।
কোভিড-১৯ নামে পরিচিত এই ভাইরাসটি গেল বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন। মারা গেছে ৩০ হাজার ৪২৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪১৯ জন।
ইতালি, স্পেন, চীন ও ইরান এই ভাইরাসের ভয়াবহতার শিকার। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে- ১ লাখ ১৯ হাজার ৬৮৪ জন। সেখানে মারা গেছে ১৯৮৮ জন।
সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে- ১০ হাজার ২৩ জন। আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৫০০। স্পেনে মারা গেছে ৫ হাজার ৮১২ জন। আক্রান্ত হয়েছে ৭২ হাজার ২০০। চীনে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৩৯৪ জন। মারা যায় ৩ হাজার ২৯৫ জন।