করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
সোমবার ( ৬ এপ্রিল) এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এবং কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
করোনাপরিস্থিতিতে দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় সাত হাজার পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান আজিজুর রহমান আজিজ।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. হোসেন, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, নগর ছাত্রলীগের সহসভাপতি রুমেল বড়ুয়া রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, উপসম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সহসম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম, ছাত্রলীগ নেতা এহেতাশামুল আলম জিশান, সদস্য ফয়সাল অভি, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মো. ইমতিয়াজ, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের ক্রীড়া সম্পাদক আবদুর রহিম জিসান, তানজিদ বাবু ও ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের সদস্য শাহীন আলম প্রমুখ।