করোনায় আক্রান্ত হয়ে ১৫৪ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে দেশে মারা গেছেন ২০ জন এবং বাকিরা বিশ্বের বিভিন্ন দেশে।

- Advertisement -

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর বুধবার (৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২০ বাংলাদেশি মারা গেছেন।

- Advertisement -google news follower

অন্যদিকে বিশ্বের অনেক দেশই করোনাভাইরাসে আক্রন্তদের মৃত্যুর তথ্য আলাদাভাবে প্রকাশ করে না। তবে বিভিন্ন সংবাদমাধ্যম প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটির নেতারা বাংলাদেশির মৃত্যুর তথ্য দিয়েছেন। সেই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদেশে মোট ১৩৪ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৯২ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া যুক্তরাজ্যে ২৩, স্পেনে ৩, ইতালিতে ৪, সৌদি আরবে ৬, কাতারে ২, আরব আমিরাতে ১, লিবিয়ায় ১, সুইডেনে ও গাম্বিয়ায় এক বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM