মাত্র ৭ দিনে করোনামুক্তি!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে জাপানের তৈরি ‘অ্যাভিগান’ নামে একটি ওষুধ আশার আলো দেখিয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

একদল জাপানি গবেষক এমনটা দাবি করে জানিয়েছেন, এই ওষুধ গ্রহণের মাধ্যমে মাত্র সাত থেকে নয়দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন। ওষুধটি ইতোমধ্যে ১২০ জন রোগীর ওপর প্রয়োগ করেছেন তারা। এর মধ্যে ৩০ বছর বয়সী এক রোগীর ওপর অ্যাভিগান প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন।

- Advertisement -google news follower

তবে অ্যাভিগানের সঙ্গে তারা আরেকটি ওষুধ প্রয়োগ করেছেন তারা। জাপানের চিকিৎসায় চলমান ওরভোসকো নামে ওষুধের সঙ্গে অ্যাভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন।

গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, এমন আশঙ্কায় তাদের ওপর এটি প্রয়োগ করা হয়নি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM