‘কারিগরী দক্ষতা থাকলে ঘরে বসেই আয় হবে’

মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম বলেছেন, আউটসোর্সিং দক্ষতায় পেশাগত শিক্ষা অর্জনের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে হবে। কারিগরী দক্ষতা অর্জন করতে পারলে, ঘরে বসেই আয় করা যাবে।

- Advertisement -

শনিবার (২২ সেপ্টেম্বর) কক্সবাজারের রামুতে ‘শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিনারি একাডেমি’ ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব এসব কথা বলেন।

- Advertisement -google news follower

কক্সবাজার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১৫৫ একর জমিতে নির্মিত হচ্ছে এই তথ্যপ্রযুক্তি ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান।

মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলমের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সাহিত্য সম্পাদক এটিএম জাফর আলম ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ এটিএম জাফর আলমের ম্মৃতিকে অম্লান করতেই তাঁর নামে এ শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে।

- Advertisement -islamibank

মো. শফিউল আলম বলেন, কারিগরী দক্ষতা থাকলে কেউ বেকার থাকবে না। রামুতে প্রতিষ্ঠিত শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিনারী একাডেমি এ অঞ্চলের বেকারত্ব দূর করবে। আমাদের সন্তানরা বিদেশে গিয়ে অদক্ষতার কারণে ন্যায্যমূল্য পায় না। এসব অসুবিধা দূর করতে, একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে ‘শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিনারী একাডেমি’। অনেকে কারিগরী কাজে অভিজ্ঞ হলেও সনদ না থাকায় দেশে-বিদেশে কর্মস্থলে খুবই কম বেতন পান। এজন্য দক্ষ শ্রমিক তৈরী করার বিকল্প নেই।

সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, শহীদ এটিএম জাফর আলমের ছোট ভাই হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম প্রমুখ।

বিশেষ অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, মাল্টিডিসিপ্লিনারী একাডেমি উদ্বোধনের মাধ্যমে পর্যটন জেলা কক্সবাজারের শিক্ষা ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিদেশীরাও শিক্ষা গ্রহণের জন্য আসবে এ অঞ্চলে। এ প্রতিষ্ঠানকে বিশ্বমান ও পর্যটক আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও তিনি জানান।

বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, একাত্তরের ২৫ মার্চ কালো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইকবাল হলের সাহিত্য সম্পাদক এটিএম জাফর আলমকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। শহীদ এটিএম জাফর আলম কে ছিলেন জানতে হবে, জানাতে হবে। মেধাবী ছাত্র এটিএম জাফর আলমের সাথে বঙ্গবন্ধুর সরাসরি যোগাযোগ ছিল।

সহকারী কমিশনার ফারজানা প্রিয়াংকার সঞ্চালনায় অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাস, কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানার ওসি মো. আবুল মনছুর, ওসি (তদন্ত) মিজানুর রহমান, সাংবাদিক এড. তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, উখিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, কক্সবাজার জেলা ও রামু উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/হোসেন

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM