চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনা পর্যন্ত মৃত্যুর মিছিল থামবে না। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালকদের রাস্তায় যারা নামায়, তাদের শাস্তি দিতে হবে।
শনিবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত দিনব্যাপী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষকদের মাঝে ‘সড়কে নিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কর্মশালায় প্রধান বক্তা নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। দুর্ঘটনা ঘটলে আমরা চালক, গাড়ি, সড়কের দোষ প্রভৃতি তুলে ধরি। কিন্তু আমাদের উচিত পথচারী হিসেবে আমরা নিজেরা যে ভুলগুলি করি, তা খুঁজে বের করা এবং শুধরে নেয়া। আমরা সড়ক আইন মানার সংস্কৃতি গড়ে তুললে, সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। শিক্ষকরা এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন।।
কর্মশালার উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি লায়ন মো. হাকিম আলী। নিসচা মহানগর কমিটির সভাপতি এস.এম. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ। বিশেষ অতিথি ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান উল হক কামাল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মনজুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), বিআরটিএ চট্টগ্রাম সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রায়হানা আক্তার উর্থি, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রামের সহকারী সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহান, নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম. আজাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (সিলেট-চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় কমিটি)’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক মো. এনামের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান নয়ন, নির্বাহী সদস্য মো. মোস্তফা কামাল লিটন ও সনত তালুকদার প্রমুখ।
জয়নিউজ/আরসি