বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ড মিটারে শনিবার (৯ মে) সকাল ১০টা ৩৫ মিনিটে আপডেটকৃত তথ্য বলছে, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জনের শরীরে।
এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৫৫৯ জন।
বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ২৩ লাখ ৫২ হাজার ৪৭০ জনের শরীরে। এদের মেধ্য ২৩ লাখ ২ হাজার ৭৮১ জনের সংক্রমণ মৃদু এবং ৪৮ হাজার ৬৯৯ জনের অবস্থা গুরুতর।
সবচেয়ে বেশি সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্রে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ লাখ ২২ হাজার ১৫৪ জনের শরীরে। দেশটিতে এ প্রাদুর্ভাবে মারা গেছেন ৭৮ হাজার ৬১৬ জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৩৪ জনের শরীরে এবং মারা গেছেন ২০৬ জন।