‘কক্সবাজারে দুর্দান্ত গতিতে দৌড়াচ্ছে উন্নয়নের ঘোড়া’

মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, দেশে উন্নয়নের ঘোড়া এগিয়ে চলছে আর কক্সবাজারে দুর্দান্ত গতিতে দৌড়াচ্ছে উন্নয়নের মহাঘোড়া।

- Advertisement -

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

মোহাম্মদ শফিউল আলম আরো বলেন, বর্তমান সরকারের আমলে উন্নয়নের ফিরিস্তি অনেক দীর্ঘ। দেশের প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, গড় আয়ু, নাগরিকের বার্ষিক গড় আয়ু, অবকাঠামো, আকাশে অবস্থান, জলসীমা বাড়ানোসহ দেশের প্রতিটি স্তরে এসেছে ব্যাপক সাফল্য। দেশের মানুষ এত উন্নয়নের তথ্য জানেন না। তাই তৃণমূল পর্যায়ে জানানোর জন্য জাতীয় উন্নয়ন মেলা কনসার্ট দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়া থেকে নির্বাচিত সাংসদ আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

- Advertisement -islamibank

এসময় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক শামিম আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আশরাফ হোসেন।

এর পরপরই দেশের প্রথম সারির গানের দল জলের গানের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন কক্সবাজার সৈকত।

 

জয়নিউজ/হোসেন

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM