রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে তার জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তার ছেলে বলেন, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর বাবা আইসোলেশনে চলে যান। আজ নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ধরা পড়ে না, তাই তিনি এখনও শঙ্কামুক্ত নন।
ফারাজ করিম চৌধুরী জানান, বাবা আইসোলেশনে সুস্থ আছেন। যারা তার শারীরিক খবর নিয়েছেন তাদের প্রতি, রাউজানবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছি।