মতলবের দক্ষিণ উপজেলার নাউজান গ্রামের মো. হাসান পাটোয়ারী (৩২) নামের এক যুবক সর্দি-জ্বর নিয়ে বুধবার (২৭ মে) ঢাকা মেডিকেলে মারা যায়।
জানা যায়, ওই গ্রামের মৃত আবুল হোসেন পাটোয়ারীর ছেলে হাসান নারায়ণগঞ্জে চাকরি করতো। তিনদিন আগে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও বুধবার দুপুরে তার মৃত্যু হয়। লাশ নিয়ে বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় লোকজন বাঁধা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি এলাকার লোকজনকে বুঝিয়ে দাফন কাজ শেষ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, তার পরিবার ও ডাক্তারের নির্দেশনায় ছিল না সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবুও এলাকার লোকজনের আতঙ্কে স্বাস্থ্যবিধি মেনে দাফন কাজ শেষ করা হয়েছে। এছাড়া লাশের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
জয়নিউজ/পিডি