টানা ৬৬ দিন পর ঘুরলো শেয়ারের সূচক

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টানা  ৬৬ দিন বন্ধ থাকার পর  রোববার (৩১ মে) থেকে  শেয়ারবাজারে লেনদেন চালু হচ্ছে।

- Advertisement -

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনাপত্তি পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

- Advertisement -google news follower

দুই বাজারেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

তবে বিনিয়োগকারীদের সব থেকে বেশি যাতায়াত স্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিঝিলের ডিএসই বিল্ডিং এবং ডিএসই এনেক্স বিল্ডিংয়ে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে৷

- Advertisement -islamibank

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এই লেনদেন কার্যক্রম চলবে।

এছাড়া কর্মীদের শিফটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। জ্বর-সর্দি আছে এমন বিনিয়োগকারী ও কর্মকর্তা-কর্মচারী সর্ম্পকেও সর্তক দৃষ্টি রাখা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM