পটিয়ায় একদিনে ডাক্তার ও শিশু-কিশোরসহ আরো ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি শনিবার ( ৬ জুন) রাতে নতুন এসব আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর জানান। এদের মধ্যে একই পরিবারের শিশুসহ পাঁচজন ছাড়াও পটিয়া হাসপাতালের একজন নমুনা সংগ্রহকারী ও ডাক্তারও রয়েছেন।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাবেদ জয়নিউজকে বলেন, গত ২ জুন পটিয়া থেকে ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার রাতে ১০ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। বর্তমানে ১০ জন করোনা আক্রান্তরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও অন্যরা বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জয়নিউজকে বলেন, গতকালের (শনিবার) ১০ জনের করোনা পজিটিভ রিপোর্টে একই পরিবারের শিশুসহ ৫ জনের পরিবারটিকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।