বিশ্বের কোনো কোনো দেশে করোনা পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। তবে সার্বিকভাবে বৈশ্বিক পরিস্থিতির কথা বলতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দিন দিন করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যদিও ইউরোপে করোনা পরিস্থিতি উন্নতির দিকে।
সোমবার (৮ জুন) করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ কথা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গত ১০ দিনের ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান, গতকালকের শনাক্ত হওয়াদের মধ্যে ৭৫ শতাংশ পাওয়া গেছে ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।
ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস যেসব দেশে পরিস্থিতি স্বাভাবিকের দিকে অথবা উন্নতির দিকে তাদের মনে করিয়ে দেন আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।