চট্টগ্রামে ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুনও আছেন।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩১ জনের করোনা পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ৪ হাজার ২৮০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন অন্তত ১০০ জন। সুস্থ হয়েছেন ২৮৫ জন।