বান্দরবানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ গত ২৪ ঘণ্টায় আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বুধবার ( ১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মঙ্গলবার রাতে জেলার পিসিআর ল্যাবের রিপোর্টে বান্দরবান জেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্য সদরে সাতজন এবং নাইক্ষ্যংছড়িতে একজন রয়েছেন।
আক্রান্তরা হলেন- সদর জেলা প্রশাসনের ২৭ বছর বয়সি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের ১৫ বছরের মেয়ে, ডিসির সিএ ৫৪ বছরের, স্বাস্থ্য অফিসের কর্মচারী ৪২ বছরের একজন, মারমা সম্প্রদায়ের ৩২ বছরের একজন, বালাঘাটার ২৩ বছরের একজন, পাঁচ বছরের একজন মেয়ে এবং নাইক্ষ্যংছড়ির ২৬ বছরের একজন ছেলে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জয়নিউজকে বলেন, নতুন আট জনসহ জেলায় আক্রান্ত ৯৩ জন। আক্রান্তদের মধ্যে সদরেই সবচেয়ে বেশি। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩১জন। মানুষের অসচেতনতায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।