বান্দরবানে করোনা আক্রান্তের সেঞ্চুরি

বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা শতক ছাড়ালো।

- Advertisement -

এদিকে রেড জোন ঘোষিত বান্দরবান পৌরসভা, সদর ও রুমা উপজেলা তিনটি এলাকা নবম দিনের মতো লকডাউন । বৃহস্পতিবার (১৮ জুন) তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

- Advertisement -google news follower

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বুধবার (১৭ জুন) রাতে কক্সবাজার পিসিআর ল্যাবে বান্দরবান জেলার ১১৪টি নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১০ জন। নতুন শনাক্তের মধ্যে রয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস-তার স্ত্রী-কন্যা, জেলা প্রশাসন ও রোয়াংছড়ি ইউএনও অফিসের দুজন স্টাফ, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বলেন, একদিনে ১১৪টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ১৭ জন আক্রান্ত হয়েছে। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমনের হার দিন দিন বাড়ছে। তাই সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

জয়নিউজ/শাহরিয়ার/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM