রঙিন র‌্যালিতে ‘চমকে’ দিল জয়নিউজ

ঢাক-ঢোলের তালে তালে এগোচ্ছে র‌্যালি। লাল-সবুজ টি-শার্টে উৎসব আবহে মেতেছে তরুণের দল। একই রঙের শাড়িতে সেজেছে তরুণীরাও। তারা সবাই জয়নিউজের ঝাণ্ডাধারী। তাদের সম্মুখে সারি বেঁধে ছুটছিল সাইক্লিস্টরা। তারও সামনে স্কেটিং দল এঁকেবেঁকে দেখাচ্ছিল তাদের কসরত। বলছিলাম জয়নিউজের উদ্বোধনী আয়োজনের গল্প।

- Advertisement -

বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় লালদীঘি মাঠে দাঁড়িয়ে জয়নিউজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নগরপিতা ও জয়নিউজের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। এরপর নগরীর কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট, শহীদ মিনার হয়ে নন্দনকানন, আন্দরকিল্লা চেরাগী হয়ে বর্ণাঢ্য র‌্যালিটি পৌঁছে প্রেসক্লাবে।

- Advertisement -google news follower

র‌্যালির নেতৃত্ব দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। সাথে ছিলেন প্রবীণ সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত, জয়নিউজের সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক আলমগীর পারভেজ, নির্বাহী সম্পাদক বিশ্বজিত বণিক, প্রধান নির্বাহী বিপ্লব পার্থ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন, , চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবিদা আযাদ, আবদুর রশিদ লোকমান, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ওয়াহিদ শিমুল, স্পিকার্স কাউন্সিলের ডিরেক্টর ইমরান আহমেদ, জয়নিউজ পাঠক ফোরামের সদস্য সচিব আদিল অাহম্মেদ কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মনসুর আলম, চবি ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন টিপু, মেহেদী হাসান শুভ প্রমুখ।

জয়নিউজ/অভি/ফারুক/হোসেন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM