চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন।

- Advertisement -

শুক্রবার ( ১৯ জুন) চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ পাওয়া গেছে।

- Advertisement -google news follower

করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

রেঞ্জ ডিআইজি অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন  অসুস্থতায় ভুগছিলেন। পরে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার পজিটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসাতেই আইসোলেশনে আছেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান) মো. জাকির হোসেন খান চট্টগ্রাম অঞ্চলে পুলিশের দ্বিতীয় ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM