করোনা: না ফেরার দেশে গেদুচাচা খ্যাত মোজাম্মেল হক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেদুচাচা খ্যাত মুক্তিযোদ্ধা, কলামিস্ট, সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি জাতীয় প্রেস ক্লাবেরও সিনিয়র সদস্য ছিলেন।

- Advertisement -

সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

- Advertisement -google news follower

খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যু নিশ্চিত করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী জয়নিউজকে বলেন, সোমবার বিকেল চারটার দিকে তিনি উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালে মারা যান। তাঁর মধ্যে করোনার উপসর্গ ছিল।

১৯৫০ সালের ১৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার হরিপুর গ্রামে খোন্দকার মোজাম্মেল হক জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে জড়িত ছিলেন রাজনীতিতে। ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রভাগে। তিনি অংশ নেন মুক্তিযুদ্ধে।

- Advertisement -islamibank

স্বাধীনতার পর প্রকাশ করেন সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’। আমৃত্যু তিনি এ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তাঁর লেখা ‘গেদুচাচার খোলা চিঠি’ কলাম দেশ-বিদেশে বিপুল জনপ্রিয় ছিল।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM