ভাটিয়ারীতে করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন

সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে স্থাপনকৃত করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

রোববার (৫ জুলাই) সকালে এ আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন সাংসদ দিদারুল আলম।

- Advertisement -google news follower

এ সময় তিনি বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে হাতের কাছে চিকিৎসাসেবা পাওয়া জরুরি হয়ে পড়েছে। এ লক্ষে আমি স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে কাজ করেছি। সীতাকুণ্ড সরকারি হাসপাতালের পর এবার ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে করোনা আইসোলেশন স্থাপন হওয়ায় এই এলাকার মানুষ হাতের কাছে সহজে চিকিৎসা পাবে।

তিনি হাসপাতালের সঙ্গে জড়িত চিকিৎসক ও পরিচালকের উদ্দেশে বলেন, এখানে আসা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা দিতে হবে। চিকিৎসায় কোনো গাফিলতি যেন না হয়। তাহলে হাসপাতালটি সবার আস্থা অর্জন করে এটি প্রতিষ্ঠার লক্ষ্য সফল হবে।

- Advertisement -islamibank

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, মীর কামাল উদ্দিন, হাসপাতালটির পরিচালক ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন।

এছাড়া আইসোলেশনের তত্ত্বাবধানে রয়েছেন চিফ কনসালটেন্ট ডা. সাহেদুল ইসলামসহ পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM