চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৬৯ জনের নমুনায় আরও ১৭৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১০৭ জন নগরের ও ৬৬ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৯২৭ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি, এর ফলে মৃত্যুহীন আরও একদিন পেল নগরবাসী। এ পর্যন্ত মারা গেছেন ২২৩ জন। একইসময়ে ৩২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৪ জন।
সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জয়নিউজকে এসব তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২২ জন ও বিভিন্ন উপজেলার ২৯ জন।
বিআইটিআইডিতে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা মিলেছে। আক্রান্তদের মধ্যে ২৬ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন নগরের ও ১৯ জন উপজেলার বাসিন্দা।
শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৪ জন নগরের ও ৮ জন উপজেলার।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ২, আনোয়ারার ৪, চন্দনাইশের ৪, পটিয়ার ৪, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ১৬, ফটিকছড়ির ৭, হাটহাজারীর ১৯, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ৪ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন।