প্রায় এক মাস চারদিন পর আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
শতবর্ষী এই আলেমকে আইসিইউতে রাখার বিষয়টি তার ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও হাটহাজারী মাদরাসার সহাকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারীরিক দুর্বলতা ও বাধর্ক্যজনিত রোগের কারণে নিয়মিত চেকআপে আসলে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ আল্লামা শফীকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানের হেফাজত আমিরের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানান তিনি।
এর আগে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন আল্লামা শফী।