‘মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগ।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বকুল ফুলের চারা দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক শামীম হাসান। এসময় কলেজের মুক্তমঞ্চ এলাকায় শতাধিক ওষধি, ফুল ও ফলের চারারোপণ করা হয়।
উদ্বোধনকালে অধ্যক্ষ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও বকুল ফুল পছন্দ করতেন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবুজায়ন অনেক গুরুত্বপূর্ণ। ছাত্রলীগের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।
এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল, রেডিওলজী বিভাগের প্রধান ডা. সুভাষ মজুমদার, চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. অজয় ঘোষ। এছাড়াও চমেক ছাত্রলীগ, চমেক ছাত্রসংদ ও ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।