চট্টগ্রামে ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বাস করা ৪৪৩টি পরিবারকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২২ জুলাই) দিনভর অভিযান চালিয়ে নগরের ১৭টি পাহাড় এবং বায়েজিদ-ফৌজদার হাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড় থেকে এইসব পরিবারকে সরিয়ে নেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, টানা বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড় থেকে ৪৪৩টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে লোকজন পাহাড় থেকে সরে গিয়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিচ্ছেন। তবে আশ্রয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও ১৯টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।