যোগ্য অনলাইন পোর্টালগুলো নিবন্ধন পাবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তদন্ত সংস্থার পজিটিভ রিপোর্ট অনুযায়ী যোগ্য অনলাইন পোর্টালগুলো নিবন্ধন পাবে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -

বুধবার (৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

তথ্যামন্ত্রী বলেন, ‘ঈদের আগে বলেছিলাম, যেসব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করব। কয়েকটি সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি। তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম পরে একসঙ্গে প্রকাশ করব।

তিনি আরো বলেন, প্রকাশিত তালিকায় দেশে প্রতিষ্ঠিত অনেক অনলাইন পোর্টালের নাম আসেনি। দ্বিতীয় ধাপে চেষ্টা করব, দেশের সব মানসম্পন্ন অনলাইন পোর্টালকে যেন অনুমোদন দিতে পারি।

- Advertisement -islamibank

এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তালিকায় আসা অনেক অনলাইনের ডোমেইনই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা হতে পারে। আমরা তদন্ত করিনি, সরকারি সংস্থাগুলো করেছে। আসলে ৪ হাজার অনলাইন অনুমোদনের জন্য আবেদন করেছে। কয়টার ভালো অফিস আছে বলেন। যেসব অলনাইন নিবন্ধন পেয়েছে, অথচ কার্যকম নেই, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM