শ্রীলংকার বিপক্ষে বড় হারে শুরু বাংলার যুবাদের

আগের রাতে বড় ভাইরা ফাইনালে হেরেছে ভারতের কাছে। আর পরদিন শ্রীলংকার কাছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারলো ছোটরা।

- Advertisement -

নগরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ সেপ্টেম্বর (শনিবার) উদ্বোধনী খেলায় শ্রীলংকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের যুবারা।

- Advertisement -google news follower

টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৪১ রানেই গুটিয়ে যায়। ওপেনার তানজিদ হোসেন (২৪) এবং অধিনায়ক তৌহিদ হৃদয় (৩৫) ছাড়া বলার মত স্কোর করতে পারেননি কেউ। অন্যদের মধ্যে সাজিদ হোসেন ১, প্রান্তিক নওরোজ নাবিল ৭, শামিম হোসেন ২০, আকবর আলী ১, শাহাদাত হোসেন ০, মৃত্যুঞ্জয় চৌধুরী ১২, রিশাদ হোসেন ১৮, মেহেদী হোসেন ১, শারিফুল ইসলাম ১১ রান করেন।

ব্যাট করতে নেমে ৫ রানে ২ উইকেট হারালেও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে নৌঙ্গর করে শ্রীলংকান যুবারা। ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের পক্ষে ৬৪ রান করে সেরা স্কোরার ছিলেন নুয়ানিদু । বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন শরীফুল ইসলাম।

- Advertisement -islamibank

এর আগে সকালে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

জয়নিউজ/ হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM