করোনায় দেশে আরও ৩২ জনের মৃত‌্যু, শনাক্ত ২০২৪

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে ২ হাজার ২৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

- Advertisement -

রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৬৫৭ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়।  এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ জনের। এ পর্যন্ত মোট ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৩১৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। যার মাধ্যমে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

- Advertisement -islamibank

মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ১ জন। মারা যাওয়াদের মধ‌্যে পুরুষ ২ হাজার ৮৯০ জন এবং নারী ৭৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ৩ জন, ৫১-৬০ বছরের ৯ জন ও ৬০ বছরের বেশি ১৯ জন।

সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ২ জন। তবে ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে কোনো মৃত‌্যু নেই।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM