নগরের বায়েজিদ থানার বাংলাবাজারস্থ ডেবারপাড় এলাকায় কাগাতিয়া মাদ্রাসার নামে জোর করে জায়গা দখল ও সাধারণ মানুষের উপর চালানো নির্মম নির্যাতন মানবতার চরম অবমাননা বলে অভিযোগ করেছেন সার্ক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন চৌধুরী।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বাংলাবাজার, ডেবারপাড়, মুক্তিযোদ্ধা কলনী ও আরেফিন নগরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত উক্ত এলাকায় ধর্মীয় লেবাসে ভূমি জবর দখলের অপচেষ্টা, জঙ্গি কায়দায় বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসী কতৃক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহত্তর বাংলাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে ও বায়েজিদ থানা ছাত্রনেতা শেখ রাব্বির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন রিদওয়ান আহমেদ লেদু, মোহাম্মদ রিপন, আস্তানানগর বহুমুখী সমবায় সমিতির লিমা বেগম, ডেবারপাড় সমাজ কল্যাণ পরিষদের মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজেরা বেগম, বৃহত্তর শেরশাহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সেলিম উদ্দিন বাদশা, বাংলাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির মোহাম্মদ লিটন, ছাত্র সমাজের প্রতিনিধি মোরশেদুল আলম প্রমুখ: প্রেস বিজ্ঞপ্তি।