প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন আনুষদের হতভাগ্য এক শিক্ষার্থী জয়দ্বীপ বড়ুয়া। ক্যান্সারে আক্রান্ত হয়ে যার মা ইতোমধ্যেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবার জয়দ্বীপের জগতে নেমে এসেছে আরেক দুর্যোগ। জয়দ্বীপের বাবা টিটুল বড়ুয়ার জীবনও যে এখন সংকটাপন্ন!
টিটুল বড়ুয়ার দুটি কিডনিই বর্তমানে বিকল। দু’বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব।
গত ২১ আগস্ট টিটুল বড়ুয়াকে নগরের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে মেডিকেল সেন্টার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন। এ অবস্থায় একমাত্র ছোট বোনকে নিয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন জয়দ্বীপ।
এদিকে জয়দ্বীপের পাশে দাঁড়িয়েছেন তাঁর সহপাঠী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ৪২তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা। বন্ধুর বাবাকে বাঁচাতে তারা হাত পেতেছেন সমাজের হৃদয়বানদের কাছে। আর্থিক সহায়তা পাঠানো যাবে- নগদ: জয়দ্বীপ (৪২ ব্যাচ) ০১৩০৩-৮৩৫৮১৫, বিকাশ: হাসান (৪২ ব্যাচ) ০১৬৩৭-০৭০৫৯০ ও রাজেশ ০১৬৪০-৪০৪৮১২।
জয়নিউজ/হিমেল