বঙ্গবন্ধুর সকল খুনির ফাঁসি কার্যকর হবে: নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদেরকে জিয়াউর রহমান আশ্রয়–প্রশ্রয় এমনকি পুরস্কৃতও করেছেন। তাদেরকে বিদেশে বাংলাদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। একে একে আত্মস্বীকৃত সেসব খুনিদের ফাঁসির রায় ঘোষণা করেছেন আদালত

- Advertisement -

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খুনিদের ফাঁসির রায় কার্যকর করছেন। বিদেশে আত্মগোপনে থাকা আসামিদেরকে সে দেশের সরকারের সহায়তায় খুঁজে এনে রায় কার্যকর করা হচ্ছে। দণ্ডপ্রাপ্ত অপর খুনিদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের শেরশাহ কলোনি শহীদ মিনার চত্বরে বায়েজিদ থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় সভায় থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল নবী লেদু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, জালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম কুতুবী, নাজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

এছাড়াও এতে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস বাপ্পী, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর যুবলীগ নেতা মাহবুব আলম রিপন, থানা আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন, জেলা বাস্তুহারা লীগ সহসভাপতি সেলিম রেজা, ওয়ার্ড যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাগজাহান মিয়া, মো. বাদল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, সাবেক জিএস মো. শিবলু ও সাবেক এজিএস তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM