চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬৫৫ জনের নমুনায় ৬৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৫৪ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৩৬২ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। একইসময়ে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জয়নিউজকে এসব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে। বিআইটিআইডিতে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের মধ্যে করোনার জীবাণু মিলেছে।
বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জনের করোনা মিলেছে।