উন্নত চট্টগ্রাম গড়তে সেবাসংস্থালোর সমন্বয়ে গুরুত্বারোপ

পরিকল্পিত নগরায়নের মাধ্যমে উন্নত চট্টগ্রাম বিনির্মাণে সরকারি সেবা সংস্থা গুলোর মধ্যে সমন্বয়ের উপর  গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম  নাছির উদ্দীন।

- Advertisement -

রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কাজীর দেউড়ী ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত ‘নগর পরিকল্পনা অনুশীলন ও সুশাসন’ শীর্ষক কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মেয়র বলেন, সম্পূর্ণ অপরিকল্পিতভাবে চট্টগ্রাম নগরী গড়ে উঠেছে। এখানে প্রত্যেকটি সেবা সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের মত প্রকল্প পরিকল্পনা গ্রহণ করে থাকে। প্রত্যেক সংস্থা বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী স্ব স্ব মন্ত্রণালয়ের কাছে নিজেদের প্রকল্প প্রতিবেদন জমা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকল্পগুলো প্রি-একনেক, একনেক হয়ে বাস্তবায়িত হয়। অথচ প্রকল্প গ্রহণের ব্যাপারে সরকারের নির্দেশনা অনুসারে সিটি করপোরেশনের মতামত নেয়ার জন্য পরিপত্র জারি করা আছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এই সমন্বয়হীনতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে নগর উন্নয়ন। অপচয় হচ্ছে সরকারি অর্থ। সৃষ্টি হচ্ছে জনভোগান্তি ও দুর্ভোগ। জনগণও এই উন্নয়নের শতভাগ সুফল ভোগ করতে পারছে না। আর মেয়রকে যেহেতু জনগণ নির্বাচিত করেছে তাই সব জবাবিহিতাও তার কাছ থেকেই নগরবাসী প্রত্যাশা করে। নগরায়ন নিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সকল সংস্থাকে সমন্বিতকরণের এখনই সময়। তা না হলে কাগজে কলমে পরিকল্পিত নগরায়ন সীমাবদ্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

- Advertisement -islamibank

সুশাসন প্রতিষ্ঠা প্রসঙ্গে মেয়র বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক শক্তি আইনের প্রয়োগ। আমাদের দেশে আইন আছে। কিন্তু প্রয়োগ নেই। তাই  আমাদের সমাজে সুশাসন নিশ্চিতকরণে সামাজিক ও রাজনৈতিক সচেতনতার প্রয়োজন রয়েছে। এ সচেতনতা সৃষ্টিতে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় চসিক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, মো. মোবারক আলী, আনজুমান আরা বেগম, আবিদা আজাদ, মনোয়ারা বেগম মনি, ফারহানা জাবেদ, চসিক সচিব আবুল হোসেন, নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মন্নান সিদ্দিকী, ব্র্যাক’র আঞ্চলিক সমন্বয়কারী শামীম আল মামুন, ইফতেখার হাসান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার মাফরুহা আলম প্রমুখ বক্তব্য রাখেন।

জয়নিউজ/কাউসার/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM