শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আত্মশুদ্ধির মাধ্যমে সত্য ও সুন্দরকে গ্রহণ করে অসুন্দরকে বর্জন করার এ দিনের মূল প্রতিপাদ্য।
এদিনে দেশব্যাপী বৌদ্ধদের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরাও মিলেমিশে ফানুস ওড়াতে দেখা যায়। বৌদ্ধ ভিক্ষু দ্বারা মন্ত্র পাঠের মাধ্যমে সাধু ধ্বনির সুরে সুরে এ ফানুস উড়ানো হয়।
তেমনি নগরের বিহারগুলোতেও ফানুস ওড়ানোরে উৎসবে মেতে উঠেছে সবশ্রেণির নারী-পুরুষ।
ছবিটি বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরের নন্দনকানন বৌদ্ধ বিহার থেকে তোলা।