নিষেধাজ্ঞার শুরুতেই মাঠে ভ্রাম্যমাণ আদালত

শুরু হয়েছে ইলিশের প্রজনন মৌসুম। এ অবস্থায় আজ (১৪ অক্টোবর) থেকে সব ধরনের মাছ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞাও শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিনেই মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

ভোর সাড়ে ৫টায় ফিশারীঘাটসহ নগরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ২০ কেজি ইলিশ এবং ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জরিমানা করা হয় দুই ব্যবসায়ীকে।

- Advertisement -google news follower

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, ফিশারীঘাটে কোনো ইলিশ পাওয়া যায়নি৷ সেখানে কোনো অনিয়মও চোখে পড়েনি। তবে মোমিন রোডের অস্থায়ী বাজারে ইলিশ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া রিয়াজউদ্দিন বাজারে জেলিমিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে আরেক ব্যবসায়ীকে।

৪ নভেম্বর পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। এ সময় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM