এবার ফ্রান্সের লিওন শহরের একটি চার্চের বাইরে হামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বুকের খুব কাছ থেকে দুইবার গুলি করা হয় ওই ধর্মযাজককে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গুলি করার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়েছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, নিকোলাস কাকাভেলাকি নামে ৫২ বছর বয়সী এক গ্রিক অর্থোডক্স ধর্মযাজককে শটগান দিয়ে গুলি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন। ঘটনাস্থলে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনাস্থলে নিরাপত্তা ও জরুরি সেবাকাজে নিয়োজিত কর্মীরা গেছেন। সাধারণ মানুষকে ওই এলাকায় না যেতে আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়েছিল।
জয়নিউজ/পিডি