চট্টগ্রামে করোনা: আক্রান্ত কমলেও মৃত্যুতে সমতা

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধশতাধিক কমেছে। তবে মৃত্যুতে রয়ে গেছে সমতা।

- Advertisement -

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনা রোগী পাওয়া গেছে। এ সময়ে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

- Advertisement -google news follower

এর আগের দিনও করোনা আক্রান্ত একজন মারা গিয়েছিলেন। তবে সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ১৯৭।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮০ নমুনা পরীক্ষায় ২০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি নমুনা পরীক্ষায় ৬৬ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় ২৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -islamibank

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষায় ১৪ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

সবমিলিয়ে চট্টগ্রামে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জনের মধ্যে ১২১ জন নগরের এবং ২৪ জন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM