কক্সবাজারের উখিয়া থেকে নিয়ে আসা রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রোহিঙ্গাদের নিয়ে প্রথম জাহাজটি চট্টগ্রাম ছেড়ে যায়।
তিনটি ঘাট দিয়ে সকাল ৯টার দিকে রোহিঙ্গাদের তোলা হয় নৌবাহিনীর ৮টি জাহাজে। স্বেচ্ছায় মোট ১ হাজার ৬৪২ জন রোহিঙ্কাকে ভাসানচরে পাঠানো হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এসব রোহিঙ্গাদের ২০টি বাসে চট্টগ্রামে নিয়ে আসা হয়। রাতে তাদের রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠে অস্থায়ী ‘ট্রান্সজিট ক্যাম্পে’।
জয়নিউজ/পিডি