চট্টগ্রামে শীতের শুরু থেকেই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায়ও করোনা আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। যা শুক্রবারের চেয়ে ৫১ জন কম। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪১০ জন। কিন্তু এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ২৫৫টি।
এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৬৩৯টি নমুনা পরীক্ষায় ১৭ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮৩টি নমুনা পরীক্ষায় ১১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।
এছাড়া বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা ফলটি নেগেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৩ জন এবং উপজেলায় ১৪ জন।
জয়নিউজ/পিডি