চট্টগ্রামে করোনা: উচ্চহারে বাড়ছে আক্রান্ত, বেড়েছে মৃত্যু

চট্টগ্রামে শীত শুরু হওয়ার পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এদের মধ্যে ৯০ ভাগের বেশি লোকই নগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায়ও করোনা আক্রান্ত ২৩৩ জন। বরাবরের মতোই এদের মধ্যে ২০৭ জনই নগরের বাসিন্দা। বাকি মাত্র ২৬ জন আছেন বিভিন্ন উপজেলার।

- Advertisement -

সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৮৪৩ জন। প্রত্যেক সপ্তাহে গড়ে প্রায় একহাজার করে করোনা রোগী বাড়ছেই। এবার আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে গত শনিবারের মতো গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুইজন।

- Advertisement -google news follower

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৫৭২টি ।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৯৩টি নমুনা পরীক্ষায় ১৯ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২২টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

- Advertisement -islamibank

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষায় ২৩ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৩টি নমুনা পরীক্ষায় ৩৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা রোগী শনাক্ত হন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৭টি নমুনা পরীক্ষায় কেউ করোনায় আক্রান্ত হননি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM