বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে টানা চতুর্থদিনের মত রাজধানীর বিভিন্ন রাস্তায় বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১ আগস্ট) সকাল ১০টার মধ্যে রাজধানীর উত্তরাংশে উত্তরার হাউজ বিল্ডিং মোড়, দক্ষিণে যাত্রাবাড়ীর শনির আখড়া এবং নগরীর কেন্দ্রভাগে ফার্মগেইটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা জড়ো হয়।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক মানিক মাহমুদ বলেন, বিভিন্ন স্কুল-কলেজের ছেলেরা সকাল ১০টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। ফলে যানবাহন চলতে পারছে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করছেন।
এদিকে, একই সময়ে যাত্রাবাড়ীর শনির আখড়ায় ধনিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পুলিশের শ্যামপুর জোনের সহকারী কমিশনার ফয়সল মাহমুদ বলেন, শিক্ষার্থীরা রাস্তা আটকে রাখায় ঢাকায় ঢোকার বা বের হওয়ার পথ বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা আগের দিনের মতই সকাল ১০টার পর বিভিন্ন রাস্তায় নেমে আসে। শুরুতে তারা রাস্তা না আটকে গাড়ি থামিয়ে থামিয়ে লাইসেন্স দেখা শুরু করে। ফলে অফিস যাওয়ার সময়ে ব্যস্ত রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিজয় সরণির মোড় থেকে ফার্মগেইটগামী যানবাহনকে বিজয় সরণি দিয়ে সংসদ ভবনের দিকে পাঠিয়ে দেয়।
জয়নিউজবিডি/আরসি