চট্টগ্রাম বাংলাদেশকে নেতৃত্ব দেয়: নৌ প্রতিমন্ত্রী

চট্টগ্রামের ব্যাপারে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বাংলাদেশকে নেতৃত্ব দেয়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমি দিনাজপুরের মানুষ হয়ে চট্টগ্রামের দিকে তাকিয়ে থাকি।

- Advertisement -

রোববার (২০ ডিসেম্বর) শহীদ মুন্সী ফজলুর রহমান অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দরের ১৪তম উপদেষ্টা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

নৌ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সেরা ১০০ কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরকে ৫৮ থেকে ৩০ এ আনার লক্ষ্যে কাজ করছে সরকার। নানা প্রতিকূলতাকে জয় করে চট্টগ্রাম বন্দরের উন্নয়ণের ধারা অব্যাহত রয়েছে। মাননীয় প্রধাানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নজর রাখছেন।

আরও পড়ুন: ‘আমাদের এখন কারো মুখাপেক্ষী হতে হয় না’

- Advertisement -islamibank

নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, দেশকে নেতৃত্ব দিচ্ছে। চাকরির ক্ষেত্রে বন্দর, নদী, সমুদ্রকেন্দ্রিক প্রতিষ্ঠানে উপকূলীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দেবে সরকার

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের ইক্যুইপমেন্ট সংগ্রহ করছি। বন্দর চালু রাখতে গেলে ড্রেজিং করতে হবে। চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সড়কগুলো উন্নয়নের ব্যবস্থা নেবে। বন্দরের কোভিড হাসপাতাল আধুনিকায়ন করা হবে। বন্দর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নিত করার আলোচনা হয়েছে।

এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌসচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/গিয়াস/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM