বছরের প্রথম দিনে হাজারের নিচে শনাক্ত, মৃত্যু ১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে নতুন করে ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত সাত দিনের মধ্যে তিন দিনই এক হাজারের কম রোগী শনাক্ত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন।

- Advertisement -google news follower

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮ দশমিক ১৮ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনে মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী।

এর আগে গত বৃহস্পতিবার দেশে করোনায় ২৮ জনের মৃত্যু হয়। সেদিন ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।

- Advertisement -islamibank

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM