চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন। নতুন শনাক্তদের মধ্যে ৯২ জন নগরের ও ২৫ জন উপজেলার বাসিন্দা।
শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৫৬১ জনের মধ্যে ২৩ হাজার ৬৪৭ জন নগরের ও ৬ হাজার ৯১৪ জন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত মারা গেছেন মোট ৩৫৯ জন। এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪১ জনের নমুনায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৬৭ জনের নমুনায় ৩৫ জনের ও সিভাসুতে ১০২ জনের নমুনায় ১১ শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে ৫০ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৮২ জনের নমুনায় ১৪ জনের ও শেভরণে ১০০ জনের নমুনায় ২১ জনের করোনা পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।