পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবারের (১ আগস্ট) দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার বিকাল ও রাতে এই ফ্লাইট দুটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিলো।
এ নিয়ে এ পর্যন্ত পাঁচটি হজ ফ্লাইট বাতিল হলো।
বিমানের মহা-ব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আজ বিকাল ৫টা ৫৫ মিনিটে বিজি ৩০৫৯ এবং রাত ৯টা ৫৫ মিনিটে বিজি ৫০৫৯ নম্বর ফ্লাইট দুটি পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাতিল করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, বিমানের হজের ছয় হাজার টিকেট এখনো অবিক্রিত রয়েছে। হজ এজেন্সিগুলোকে তাগাদা দেওয়ার পরও তারা এসব টিকেট কিনছে না।
গত শুক্রবারও বিমান বাংলাদেশের হজের দুটি ফ্লাইট (বিজি ১০৪৫ ও বিজি ৭০৪৫) বাতিল হয়।
এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫৬ হাজার ৪০১ জন।
গত বছর যাত্রী সংকটের কারণে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল হয়।
জয়নিউজবিডি/আরসি