যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীর ওপর হামলার ঘটনায় নগর যুবলীগের ৮নং শুলকবহর ওয়ার্ড সভাপতি আবুল বশরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার এবং মাহবুবুল হক সুমনের সই করা এক চিঠিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: নৌকার মিছিলেই যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত
চিঠিতে বলা হয়, ‘গঠনতন্ত্রের ২২ নম্বর শর্তের ক অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আপনাকে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।’
এর আগে রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে আয়োজিত নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটান আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় ওইদিন রাতে নগরের ষোলশহর এলাকা থেকে নগর যুবলীগের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি আবুল বশরকে গ্রেফতার করে পুলিশ।