বাংলাদেশের নিয়ন্ত্রণে চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এ উইকেটে জয়ের জন্য আড়াই শ রানের পুঁজিকে যথেষ্ট বলে মনে করেন তাইজুল ইসলাম। গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকইনফোকে তাইজুল এ কথা বলেন।

- Advertisement -

শনিবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচের চতুর্থ দিনের খেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান। লিড–এর মধ্যে ৩৯৪। তাইজুলের কথা অনুসারে এখন বলাই যায়, বাংলাদেশের নিয়ন্ত্রণে চট্টগ্রাম টেস্ট।

- Advertisement -google news follower

এর আগে ৩ উইকেটে ৪৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। আজ সকালে প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুজন। জমাট ব্যাটিং করছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।

কিন্তু কর্নওয়ালের নিচু হয়ে আসা একটি বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন মুশফিক। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৪৭ বলে ১৮ রান করে ফেরেন তিনি।

- Advertisement -islamibank

আগের দিন শেষ সেশনে যেখানে থেমেছিল ওয়েস্ট ইন্ডিজ, আজ শুরুটা সেখান থেকেই করেছে তারা। গতকাল শেষ দিকে এক প্রান্ত থেকে রাকিম কর্নওয়ালের স্পিন এবং অন্য প্রান্ত থেকে শ্যানন গ্যাব্রিয়েল আগুনের গোলা ছুড়েছেন।

আজও দুই প্রান্ত থেকে এ দুই বোলারকে দিয়ে বোলিং শুরু করিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাফেট। গ্যাব্রিয়েল গতকালের মতোই মুমিনুলের ব্যাটিংয়ের সময় তাঁর শরীর তাক করে বাউন্সার মারার চেষ্টা করছেন। লেগ গালি ও শর্ট লেগে ফিল্ডার রাখায় গ্যাব্রিয়েলের উদ্দেশ্য পরিষ্কার।

রাউন্ড দ্য উইকেট এসে মারা গ্যাব্রিয়েলের বাউন্সারগুলো অবশ্য দক্ষতার সঙ্গেই মোকাবিলা করছেন মুমিনুল। বলা ভালো, খেলছেন ঠান্ডা মাথায়। কোনো তাড়াহুড়া না করে বলের মেধা যাচাই করে ব্যাট করছেন তিনি। মুশফিকের সঙ্গে ৯১ বলে ৪০ রানের জুটি গড়েন মুমিনুল।

গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকইনফোকে তাইজুল বলেন, ‘আমার মনে হয় আড়াই শ এই উইকেটে যথেষ্ট। তবে (কাল) প্রথম সেশনে যেমন বল করেছি, তেমন বল করলে কাজটা কঠিন হবে। আমাদের বোলিং ভালো করতে হবে, যেমনটা আমরা পরে করতে পেরেছি। আমার মনে হয় ৩০০–৩৫০ রানের লক্ষ্য দিতে হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM