করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৭ জনের।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ করোনায় মৃত্যুর সংখ্যা গতকাল সোমবারের তুলনায় কমে অর্ধেক হয়েছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার।
গতকাল করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়। আর শনাক্তের সংখ্যা ছিল ৩১৬।
দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। গতকাল এ হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে আটজন মারা গেছেন তাঁদের মধ্যে সাতজনই পুরুষ। বাকি একজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।