খোকা থেকে, মুজিব, গণমানুষের শেখ মুজিব থেকে বাঙালি জাতির জনক ‘বঙ্গবন্ধু’ হওয়ার ঐতিহাসিক দিন ’৬৯-এর ২৩ ফেব্রুয়ারি। এই দিবস স্মরণে মুক্তিযুদ্ধের প্রজন্ম, বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।
নারীনেত্রী অ্যাড. সাইফুন্নাহার খুশীর সঞ্চালনায় অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দীন, জাসদ চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, নারীনেত্রী দিলোয়ারা ইউসুফ, ফোরকান উদ্দিন আহমেদ, চবি শিক্ষক ড. ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, অ্যাড. ইফতেখার রাসেল, ডা. ফজলুল হক সিদ্দিকী, মো. নাজিম উদ্দিন, ইঞ্জি. পলাশ বড়ুয়া, অ্যাড. সৈকত দাশগুপ্ত ও ডা. চন্দন দত্ত।
আলোচনায় অংশ নেন গিয়াস উদ্দিন, রাজীব চন্দ, ইঞ্জি. ইয়াকুব মুন্না, নুরুল হুদা, মোস্তাফিজ বিপ্লব, কোহিনুর আকতার, নবী হোসেন সালাউদ্দিন, নাসির আলী পান্না, ডা. শওকত ইমরান, শীলা চৌধুরী, শামসুল আলম, হাছান মুরাদ, শফিকুর রহমান, সোহেল ইকবাল, আবদুর রহীম, নাসির উদ্দিন বিপ্লব, নুসরাত জাহান, ডা. আন্না বিশ্বাস, ইমরান সজল ও আচঁল চক্রবর্তী।